আইপিএল অভিষেকেই ৫ ছক্কায় ৫৫ রান করে যা বললেন ফ্রেজার ম্যাকগার্ক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৯
অ- অ+

বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে নিজের আগমনী ঘোষণা দিয়ে রেখেছিলেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করে ডাক পান অস্ট্রেলিয়া জাতীয় দলেও। তবে আইপিএল অভিষেকের জন্য ম্যাকগার্ককে অপেক্ষা করতে হয়েছে বেশ। পাঁচ ম্যাচ পর এই তরুণকে সুযোগ দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর প্রথম ম্যাচেই সুযোগটা কাজে লাগিয়েছেন ম্যাকগার্ক। আইপিএল আবির্ভাবেই উপহার দিয়েছেন ঝোড়ো ফিফটি।

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৫ ছক্কা, ২ চারে ম্যাগার্কের ৫৫ রানের ইনিংসটি আইপিএল অভিষেকে তিন নম্বরে নামা কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ আর দিল্লি ক্যাপিটালস ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। অথচ তার সাবলীল ব্যাটিং দেখে মনেই হয়নি আইপিএলের মতো এত বড় মঞ্চে প্রথমবার খেলতে নেমেছেন।

তৃতীয় উইকেটে অধিনায়ক ঋষভ পান্তের সঙ্গে ম্যাকগার্কের ৭৭ রানের জুটিই দিল্লির জয়ের ভিত গড়ে দিয়েছে। ম্যাচ শেষে ম্যাকগার্ক জানিয়েছেন, আইপিএল তার কাছে অন্য ভুবনের মতো লাগছে, ‘আইপিএলের মতো কোনো কিছু আগে কখনো দেখিনি। মনে হচ্ছে এটা অন্য একটা জগৎ। এর ব্যাপারে এতদিন শুধু শুনেই গিয়েছি, এবার খেলার অভিজ্ঞতাও হলো। ভারতে এসে খেলতে পারা আমার জন্য চমৎকার ব্যাপার।’

পরশু টিম হোটেলে সতীর্থদের সঙ্গে ২২তম জন্মদিনের কেক কেটেছেন ফ্রেজার ম্যাকগার্ক। তবে তাকে আসল ‘সারপ্রাইজ’ দিয়েছে দিল্লি টিম ম্যানেজমেন্ট। জন্মদিনের পরদিন, অর্থাৎ কাল তাকে জানানো হয়েছে লখনৌর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলে অভিষেক হতে যাচ্ছে তার। ম্যাকগার্ক জানিয়েছেন, এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি, ‘আমি ৫–৬ ম্যাচ সাইডলাইনে বসে পার করেছি। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম।’

দিল্লির ইনিংসের ৮ ছক্কার ৫টিই মেরেছেন ম্যাকগার্ক। এর মধ্যে ক্রুনাল পান্ডিয়ার টানা ৩ বলে মেরেছেন ৩টি। ছক্কাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ভালো লেগেছে? ম্যাকগার্কের উত্তর, ‘কাভারের ওপর দিয়ে যেটি মেরেছিলাম। অফসাইডে ছক্কা মারার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। আমি বেশ কয়েকটি ছক্কা মারলেও খুব জোরে ব্যাট চালানোর চেষ্টা করিনি, শুধু চেয়েছি বল যাতে ব্যাটের মাঝ বরাবার লাগাতে পারি। গত ১২ মাস ধরে আমি এ চেষ্টাই করে আসছি।’

আরও ম্যাচ পেলে আরও ভালো করতে পারবেন বলে বিশ্বাস ম্যাকগার্কের, ‘পাওয়ারপ্লের পর ব্যাটিংয়ে নামা এমন ব্যাপার, যা আমি এখনো শেখার চেষ্টা করছি। আরও খেলার সুযোগ পেলে আরও ভালো করতে পারব।’

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা