নরসিংদীতে দিনদুপুরে ইউপি সদস্যকে ৬টি গুলির পর গলাকেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৫৪| আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:২৮
অ- অ+

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে দিনদুপুরে রুবেল মিয়া ওরফে বডি রুবেল নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছয় রাউন্ড গুলির পর গলাকেটে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

সোমবার দুপুর দুইটার দিকে পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ভৌয়ম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিস মিঠু। তিনি ঢাকা টাইমসকে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে রুবেলকে গুলি ও গলাকেটে হত্যা করা হয়েছে। নির্বাচনকেন্দ্রিক বিরোধ বা অন্য কোনো শত্রুতার কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারে এসে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার শরীরের ওপরে বসে গলাকেটে মৃত্যু নিশ্চিত করে।

এ বিষয়ে মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ। (ঢাকা টাইমস/১৫এপ্রিল/এসএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮
ধর্ষণ মামলার বাদীকে কারাগারে বিয়ে করবেন গায়ক নোবেল, আদালতের নির্দেশ
চট্টগ্রাম বন্দরের ৫০ কোটি টাকা স্টোর রেন্ট ফাঁকি, প্রতারক গ্রেপ্তার
কত টাকা ঘুষ দিয়ে জামিন পেলেন গানবাংলার তাপস?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা