নির্বাচনে পীরজাদা হারুনকে বয়কট করলেন চিত্রনায়িকা শিল্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৪| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৯
অ- অ+

চলচ্চিত্র শিল্পী সমিতির গত নির্বাচনের আলোচিত নাম অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। কারণ তার বিরুদ্ধে দুই গালে চুমু চাওয়ার অভিযোগ করেছিলেন একটি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ নিয়ে সে সময় কম জলঘোলা হয়নি। হারুনের বিরুদ্ধে নিপুণ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পর্যন্ত করেছিলেন।

অথচ সেই শহীদুল হারুণকেই এবার নিজের প্যানেলের কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী করেছেন নিপুণ। তবে অতীতের তিক্ততা ভুলে নিপুণ আপন করে নিলেও পীরজাদা শহীদুল হারুনকে ব্যক্তিগতভাবে বয়কট করার কথা জানালেন আরেক চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী।

‘প্রিয়জন’ সিনেমার এই নায়িকা বলেন, ‘তার (হারুন) বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তাতে করে তার মানসম্মান মাটিতে মিশে গেছে। সে কী করে এমন ব্যক্তিত্বহীন সিদ্ধান্ত নেয়। সে যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতেন আমিসহ সবাই তাকে সমর্থন করতাম। তিনি সরকারি গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা। প্যানেল থেকে নির্বাচনে এসে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছেন। তার কাছে ভালো কিছু আশা করা যায় না।’

শিল্পী আরও বলেন, ‘এমন লোক শিল্পীদের অভিভাবক হতে পারে না। কারণ তার দ্বারা সংগঠনের মঙ্গল হবে না। তাছাড়া বিগত দিনে তো সে শিল্পীদের পাশে ছিল না। কখনো শিল্পীদের খোঁজ নেয়নি। তাই আমি তাকে বয়কট করলাম। আমার মনে হয় সকল শিল্পীর এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।’

সাধারণ ভোটারদের অনুরোধ করে শিল্পী বলেন, ‘গত দুই বছর অনেক কিছু দেখেও আপনারা চুপ ছিলেন। কিন্তু এবার আর নয়। আপনারা সজাগ দৃষ্টিতে সমিতির কল্যাণে কাজ করবে এমন যোগ্য প্রার্থী বেছে নিন।’

শুধু পীরজাদা শহীদুল হারুন নয়, এক-দুই সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করে শিল্পী সমিতির সদস্য হয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের বিরুদ্ধেও শিল্পীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সোনালি দিনের নায়িকা শিল্পী।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন আগামী ১৯ এপ্রিল। এদিন এফডিসিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বিপরীতে লড়বে মাহমুদ কলি-নিপুণ প্যানেল।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, শীর্ষে মোটরসাইকেল
সাবেক মন্ত্রী তাজুলসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা