বিসিএসআইআর ও গাজীপুরের লিজেন্ট এগ্রোপ্লাসের মধ্যে চুক্তি 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৭:১৮
অ- অ+

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর উদ্ভাবিত Dried Mango Slice (ম্যাঙ্গো বার) বাজার জাতকরণের জন্য গাজীপুরের শ্রীপুরে অবস্থিত লিজেন্ট এগ্রোপ্লাসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় পরিষদ সভাকক্ষে এ চুক্তিপত্র স্বাক্ষর হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন পরিষদের সচিব শাহ্ আবদুল তারিক এবং লিজেন্ট এগ্রোপ্লাস-এর হেড অব অপারেশন মো. হাসান জাহিদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, বিজ্ঞান গবেষণার সুফল জনগণের মাঝে পৌঁছে দিতেই বিসিএসআইআর প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিসিএসআইআর উদ্ভাবিত পণ্যটি জনগণের কাছে পৌঁছে যাবে। এসময় তিনি বিজ্ঞানীদেরকে আরও বেশি Value added প্রসেস আবিস্কারে মনোনিবেশ করার গুরুত্বারোপ করেন। সদস্য (উন্নয়ন) রোকনুজ্জানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), গবেষণা সমন্বয়কারী ও উদ্ভাবক বিজ্ঞানীবৃন্দ।

(ঢাকা টাইমস/১৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা