ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১২
ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৪:৩৪| আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৭:০৮

ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার দুপুর ২টার দিকে গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঢাকাটাইমস/১৭এপ্রিল/ইএস

মন্তব্য করুন