ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারের বেশি রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:৩০ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৫:০০

ইউক্রেনে রাশিয়ার সামরিক সদস্য নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার এক প্রতিবেদনে বিবিসি বলছে, যুদ্ধে প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে প্রায় ২৫ শতাংশ বেশি রুশ সেনা নিহত হয়েছে।

বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা গণনা করছে বলেও জানায় বিবিসি।

দেশটির কবরস্থানগুলোতে নতুন কবরে অনেক সৈন্যের নাম এই তথ্য প্রদান করতে সাহায্য করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। এছাড়া আনুষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো উন্মুক্ত উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করা হয়েছে।

বিবিসির অনুসন্ধান অনুসারে- ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ জনেরও বেশি রুশ সৈন্য নিহত হয়েছেন। এই সংখ্যার মাধ্যমে বোঝা যাচ্ছে, অসংখ্য প্রাণের বিনিময়ে রাশিয়া ইউক্রেনের কিছু অঞ্চলের দখল পেয়েছে।

রাশিয়ান সরকার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখন ৫০ হাজারেরও বেশি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে নিজেদের সেনা নিহতের বিষয়ে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল মস্কো। তবে তাদের সেই পরিসংখ্যানের চেয়ে সেনা নিহতের বর্তমান সংখ্যা আট গুণেরও বেশি।

এদিকে ইউক্রেনও তাদের হতাহতের বিষয়ে খুব কমই মন্তব্য করে আসছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, এই যুদ্ধে ৩১ হাজারের মতো ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুসারে ইউক্রেনীয় সেনা নিহতের প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

ভারতীয় নাগরিকের হৃৎপিণ্ডে প্রাণ বাঁচলো পাকিস্তানি তরুণীর

ফের ইসরায়েলে রকেট ছুড়েছে হামাস

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ক্ষুব্ধ পিটিআই 

কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি স্বীকার করলো অ্যাস্ট্রাজেনেকা

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল নির্মাণ করছে দুবাই

ইরাকে সমকামী সম্পর্কে জড়ালেই ১৫ বছরের জেল, আইন পাস

রাশিয়ার অব্যাহত হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড়ে শিশুসহ অন্তত পাঁচজন নিহত

রাফাহতে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :