চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ১৮:২১| আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৯:৫০
অ- অ+

গুলশানে পহেলা বৈশাখের রাতে ক্যাফে সেলেব্রিটা বারের সামনে তিন নারী মিলে এক নারীকে মারধর ও তার কাপড় খুলে শ্লীলতাহানির ভিডিও ভাইরাল হওয়া সেই ভুক্তভোগী নারীর নাম জানা গেছে। তার নাম রিতা আক্তার সুস্মি।

বুধবার সেই ভুক্তভোগী নারী ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে এসেছিলেন। তিনি এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং এ ঘটনায় তার ওপর চালানোর হামলার বিচার দাবি করেন তিনি।

সুস্মি বলেন, আমাকে চড়থাপ্পড় দিতে পারতো। কিন্তু রাস্তার মধ্যে আমার কাপড় খুলে ফেলে। আমাকে মারধর করে। আমি তাদের সঠিক বিচার চাই। কারণ রাস্তায় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাপড় খুলে ফেলতে পারে না।

ঘটনার আগে ওই নারী গুলশানের ক্যাফে সেলেব্রিটা বারে যান। সেখানে অন্যদের মতো তিনি খাওয়া দাওয়া করেন। এরপর যা ঘটে তার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমি ও আমার এক বন্ধু মিলে খাবার খেতে ওই রেস্তোরাঁয় যাই। খাওয়ার এক পর্যায়ে টয়লেটে যাওয়ার জন্য গিয়ে দেখি চারজন মেয়ে একসঙ্গে ওয়াশরুমে প্রবেশ করেছে। বিষয়টি রেস্তোরাঁর ম্যানেজারকে বলি। তারা মেয়েদের বের করে দেয়। পরবর্তীতে আমি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তারা আমার ওপর হামলা করে।

এর আগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া তিন নারীকেও বুধবার বিকালে ডিবি অফিস প্রাঙ্গণে হাজির করা হয়। তবে তারা কেউ তাদের মুখ প্রদর্শন করেননি। সকলে ওড়নায় মুখ ঢেকে রাখেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-শারমিন আক্তার মিম (২৪), ফাহিমা ইসলাম তুরিন (২৬) ও নুসরাত আফরিন।

এ ঘটনায় ডিবি বলছে, তাদের কারও মদ পানের অনুমতি ছিল না। কিন্তু তারপরও তাদেরকে মদ সরবরাহ করেছে বার কর্তৃপক্ষ। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিবি।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা