ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের যে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০১ | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৭
দুর্ঘটনা কবলিত গাড়ি।

ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে লাখ টাকা করে, পঙ্গুত্ববরণকারী প্রত্যেককে লাখ টাকা আহতদের লাখ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ফারুহ গুল নিঝুম।

বুধবার বিকালে সরকারের পক্ষে জেলা প্রশাসক ফারুহ গুল নিঝুম তথ্য নিশ্চিত করেছেন।

মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।

আহতদের স্বজন আহতরা জানান বুধবার দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজের টোল প্লাজার কাছে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বেশ কয়েকটি অটোরিক্সা একটি প্রাইভেটকারকে চাপা দেয়। সময় ঘটনাস্থলেই জন নিহত হন। আহতদের উদ্ধার করে বরিশাল ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে আরও চাজন বরিশাল শের--বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মার যান।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এএইচএম জহিরুল ইসলাম বলেন ঘটনাস্থলেই আটজনকে নিহত পাওয়া যায় এবং ঝালকাঠি সদর হাসপাতালে আনার পরে আরও চারজন এবং বিকালে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় দুইজনসহ মোট ১২ জন মারা যায়। ঘটনায় ১৪ জন আহত হয়। ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :