মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩১
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে হাসান’স নামের তৈরি পোশাকের একটি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ১০ টার দিকে উপজেলা সদরের মসজিদ রোডের তোফাজ্জল মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে দোকানে থাকা ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল ও আসবাবপত্রের ক্ষতি হয়েছে।

বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মতো রাত নয়টার দিকে দোকানের মালিক হাসান শাহরিয়ার প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সোয়া ১০টার দিকে স্থানীয় লোকজন হঠাৎ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন এবং পোড়া গন্ধ পান। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর উদ্যোগ নেন।

সিঙ্গাপুর মার্কেটের হাজী লাইব্রেরির মালিক রুবেল মিয়া বলেন, ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন দোকানের মালিককে খোঁজার চেষ্টা করেন। একইসঙ্গে তারা চেষ্টা করে প্রথমে দোকানের একটি তালা ভাঙতে সক্ষম হন।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানের শাটারের সামনে থাকা কলাবসেভল গেইটের সবকয়টি তালা যন্ত্র দিয়ে কেটে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় সদর কলেজ রোড, মসজিদ রোডসহ আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় পড়ে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এরমধ্যে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক হাসান শাহরিয়ার জানান, ‘ধার-দেনা করে ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছিলাম। আগুনে আমার সব শেষ করে দিয়েছে।’

এদিকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিককে সান্ত্বনা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মির্জাপুর ফায়ার সার্ভিসের উপ-কর্মকর্তা মতিউর রহমান আগুনের সূত্রপাত নির্ণয় করা সম্ভব হয়নি জানিয়ে বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই বৈঠক: আলী রীয়াজ
স্থানীয় নির্বাচন আগে দেওয়া মানে রাজনীতিবিদদের অবিশ্বাস করা: রিজভী
প্রশাসনে এখনো সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি: এবি পার্টি
সংস্কার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিতে রাজনৈতিক দলের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা