মৌলভীবাজারে ১৩ জুয়ারি আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১৬:৫৩
অ- অ+

মৌলভীবাজার সদর উপজেলায় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম এবং নগদ ২৬ হাজার ১১০ টাকাসহ ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফিশারির মালিক খলিলুর রহমান খলিল মিয়া, শাহানুর মিয়া, মো. আলী আহমদ, মো. জায়ফর মিয়া, মো. ছিকন খাঁ, জীবন মিয়া, দিলাল মিয়া, সাঈদ মিয়া, ইউসুফ মিয়া, আতাউর রহমান, মৌলদ মিয়া, মো. আকবর এবং মো. আলী হোসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই এ এইচ এম মাহমুদুর রহমান জানান, আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ১৩ জনকে আটক করা হয়।

এসময় আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে নগদ ২৬ হাজার ১১০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ১৩ জন এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা