ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল এহসান এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।
শুক্রবার বিকাল ৩টায় টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
অ্যালামনাইগণের সর্বসম্মতিক্রমে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া ট্রেজারার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সুপার মো. শাহরিয়ার আলম।
নতুন কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUCAA)-এর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর পরিচিতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন বলে সাধারণ সম্পাদক উপস্থিত সদস্যদেরকে অবহিত করেন।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/পিএস)

মন্তব্য করুন