শ্রীপুরে পোশাক শ্রমিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শ্রীপুর  (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২০:০৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে পোশাক শ্রমিক লতিফ মিয়া হত্যা মামলার অন্যতম আসামি মোফাজ্জলকে (৩৫) গ্রেপ্তার করেছেন ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -)

শনিবার দিবাগত মধ্যরাতে ঠাকুরগাঁও জেলার হরিপুরের টেংরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোফাজ্জল গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ডের মাওরাচালা এলাকার সরবত আলীর ছেলে।

রবিবার বিকাল সাড়ে তিনটায় র‌্যাব- এর পোড়াবাড়ি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে কতিপয় মানুষের সঙ্গে শত্রুতা তৈরি হয় মোফাজ্জলের। এই জেরে গত ১৮ এপ্রিল মামলার অন্যতম আসামি শিরিন (২৫) সুকৌশলে দাওয়াত খাওয়ানোর কথা বলে লতিফকে বাড়িতে নিয়ে যায়। খাবার শেষ করে বাহিরে হাত ধুতে গেলে ওঁৎ পেতে থাকা মোফাজ্জল তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে তাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঘটনায় গত ১৯ এপ্রিল শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা আব্দুল খালেক। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‍্যাব আরও জানান, সেই নজরদারির পরিপ্রেক্ষিতে র‍্যাব- র‍্যাব-১৪ এর মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার টেংরিয়া এলাকায় মো. মতিউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোফাজ্জলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিএনপি রাজত্বের রাজনীতি করে না: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা