কবে ঘোষণা করা হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল, জানালো বিসিবি

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে এবারের আসর। তার আগে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের দল কবে ঘোষণা করা হবে তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ, জিম্বাবুয়ে সিরিজের দলের প্রায় সকল ক্রিকেটারই থাকবেন বাংলাদেশের বিশ্বকাপ দলে।
জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের দলে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই। আসন্ন বিশ্বকাপ যারা খেলবেন তাদেরই দেয়া হবে প্রাধান্য। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে জানান, এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল।
জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপকে সামনে রেখে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছেন টাইগাররা। হান্নান সরকার জানান, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। তিনি বলেন, ‘আমরা ফিটনেস টেস্টের ফলাফল দেখলাম। যাদেরকে নিয়ে আমাদের চিন্তা ছিল তারা আদর্শ অবস্থানে রয়েছে। সকলে টানা খেলার মধ্যে রয়েছে। সেগুলোর সঙ্গে যেভাবে মানিয়ে চলা উচিত সেটি তারা করেছে।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ৩ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৫ মে, সন্ধ্যা ৬টায়, চট্টগ্রাম
তৃতীয় টি-টোয়েন্টি: ৭ মে, বিকেল ৩টায়, চট্টগ্রাম
চতুর্থ টি-টোয়েন্টি: ১০ মে, সন্ধ্যা ৬টায়, মিরপুর
পঞ্চম টি-টোয়েন্টি: ১২ মে, সকাল ১০টায়, মিরপুর
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এনবিডব্লিউ)

মন্তব্য করুন