কুমিল্লায় বাসচাপায় নারী-শিশুসহ ৩ পথচারী নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ২১:৫৮| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২২:০৫
অ- অ+

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় একুশে পরিবহণ নামে একটি বাসের চাপায় পিষ্ট হয়ে নারী-ও শিশুসহ তিন পথচারী নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার রাত ৮ টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন তিন পথচারী। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তারা।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা