ডেমরায় প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:০৭

রাজধানীর ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় মো. দুলাল উদ্দিন (৬০) নামে এক ভ্যানচালক নিহত‌ হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল নোয়াখালী সদর উপজেলার মহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে। তিনি ডেমরা সারুলিয়া ক্যানেলপার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন আরেক ভ্যানচালক। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‌

নিহতকে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক বাদল মিয়া বলেন, দুলাল সারুলিয়া এলাকা থেকে ভ্যানে মুরগির খাবার বহন করে কোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে স্টাফ কোয়ার্টার চৌরাস্তা মোড় সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে বিকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মোহাম্মদ আলী জানান, ‘আব্বা সকালে ভ্যান নিয়ে কাজে বের হয়েছিল। দুপুরে খবর পাই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। পরে বিকাল পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেলে আব্বা মারা যান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :