পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৪, ১৩:৪৮| আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৪:৩৬
অ- অ+

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকালে বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বোদা মাছগ্রাম এলাকার জাহিদুল হক (১৭) ও ফকিরপাড়া এলাকা নুরজাহান (৬০)। এসময় সাঈদ আলম, হানি চন্দ্র, মো. শাহিনসহ চারজন আহত হন।

পুলিশ জানায়, বোদা উপজেলা শহর থেকে একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর পাশ কাটাতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক্টর চালক ও পথচারী নিহত হন। আহত হন ট্রাক, ট্রাক্টর আরোহীসহ আরো চারজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক দুজনকে রংপুরে ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৪এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা