রূপগঞ্জ উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার গোলাম মূর্তজার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) ছেলে গোলাম মূর্তজা পাপ্পা। মঙ্গলবার নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।
গোলাম মূর্তজা পাপ্পা বলেন, আওয়ামী লীগ নির্দেশনা দিয়েছে দলীয় এমপি-মন্ত্রীর স্বজনরা নির্বাচন করতে পারবে না। সেই সিদ্ধান্ত মেনেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি। দেশের কোথায় কী হচ্ছে সেটা বিষয় নয়, রূপগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি৷ এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছা, দলের সিদ্ধান্তই আমার কাছে আদেশ।
আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে রূপগঞ্জে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গোলাম মূর্তজা বলেন, এখানে যারাই প্রার্থী থাকুক না কেন, ভোটারদেরকে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/জেএ/কেএম)

মন্তব্য করুন