ভোটের আমেজ নেই সিলেটে: ভোটার শূন্য অনেক কেন্দ্র

সিলেটে সকাল থেকে অনেক কেন্দ্র ভিজিট করে দেখা গেছে ভোটার শূন্য অনেক ভোটকেন্দ্র। ভোটের মাঠে নেই কোনো আমেজ। যেখানে পূর্বের নির্বাচনগুলোতে ভোটের লাইনে সকাল থেকে দীর্ঘ সারি থাকত। সেখানে এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ৪ উপজেলায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি আশানুরূপ থাকলেও অনেক কেন্দ্র ঘণ্টার পর ঘণ্টা থাকছে ভোটার শূন্য।
সিলেটের সদর উপজেলার অনেক ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার সংখ্যা কম। সিলেট সদর উপজেলার লাক্কাতুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার কম।
জানা যায়, লাখাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২৯ হাজার ১৮ জন। যেখানে পুরুষ ভোটার ১৫ হাজার ১৪ জন আর নারী ভোটার ১৪ হাজার ৮ জন। আর বুথ সংখ্যা ১০ টি।
কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার নিরঞ্জন চন্দ্র ভৌমিক জানান, এই কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৪৭টি। কিন্তু সকাল ১০টার পর থেকে পরবর্তী এক ঘণ্টায় এই কেন্দ্রে দাঁড়িয়ে থেকেও মিলেনি কোনো ভোটারের দেখা। এখানে একটি ভোটও পড়েনি। ভোটার শূন্য ছিল কেন্দ্রটি।
আর সিলেটের বিশ্বনাথ উপজেলার জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৭৮টি, যা মোট ভোটারের মাত্র ২ দশমিক ৯ শতাংশ।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ৬২৪ জন। নারী ভোটার ১২৯৮ ও পুরুষ ভোটার ১৩২৬ জন। কেন্দ্রটিতে প্রত্যেক প্রার্থীর এজেন্ট রয়েছেন।ভোট শুরুর পর থেকে নারী ভোটারের পাশাপাশি পুরুষ ভোটারের উপস্থিত ছিল। তবে সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে দেখা যায় দুটি বুথের মধ্যে দুজন নারী ভোটার রয়েছেন এবং একটি পুরুষের বুথে তিনজন পুরুষ ভোটার রয়েছেন।
(ঢাকা টাইমস/০৮মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন