সিলেটে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৪, ১৬:১১| আপডেট : ২১ মে ২০২৪, ১৭:০০
অ- অ+

দ্বিতীয় ধাপে সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে জামিল হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি তার বড় ভাই কামরান হোসেনের ভোট দিতে গিয়েছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর দেড় ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জামিল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও কামরান হোসেনের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে পোলিং এজেন্টরা প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন তখন কেন্দ্রে দায়িত্বরত এস আই আব্দুল মন্নান তাকে আটক করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আটককৃত যুবককে তার গাড়িতে করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ডা. নাহিদ হাসনাইন। তিনি জানান, জাল ভোট দিতে এলে ওই যুবককে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুরঞ্জিত কুমার চন্দ্র বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

(ঢাকা টাইমস/২১মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা