মেট্রোরেলের পিলারে ট্রাকের ধাক্কা, পালিয়েছেন চালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৪, ১৩:৫৫| আপডেট : ২৫ মে ২০২৪, ১৪:০৭
অ- অ+

রাজধানীর আগারগাঁওয়ে বেপরোয়া গতিতে মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে মাটিবোঝাই একটি ডাম্প ট্রাক। ঘটনার পরপরই পালিয়েছেন ট্রাকের চালক।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পি-৩৬৪ নম্বর পিলারে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন।

তিনি জানান, শুক্রবার রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এর আগে গত ৯ এপ্রিল দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান জাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হন। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।

(ঢাকাটাইমস/২৫মে/এলএম/এসএস/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা