১৯৯ কোটি টাকা পাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৯:১১

বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপপরিচালক হাসিবুল কবিরের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

রবিবার দুর্নীতি দমন কমিশনের ঢাকা- সমন্বিত কার্যালয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এই মামলা করেন দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

সংস্থাটি জানায়, আসামিদের বিরুদ্ধে ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা মূল্যের দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার পাচার করার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজহারে বলা হয়েছে, আন্তর্জাতিক ইনকামিং কল/সেবা রপ্তানি বাবদ রাষ্ট্রের স্বার্থে বৈদেশিক মুদ্রা অর্জন এবং তার সংশ্লেষে রেভিনিউ সংগ্রহ সংক্রান্ত সরকারী কর্তব্য সম্পাদনে কমিশন আকারে পারিশ্রমিক প্রাপ্তি কিংবা রেভেনিউ শেয়ারিং প্রাপ্তি সাপেক্ষে বিটিআরসি কর্তৃক আইজিডব্লিউ লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে বেসটেক টেলিকম আইজিডব্লিউ অপারেটর হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। তৎপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইনকামিং কল/সেবা রপ্তানি সংশ্লেষে তার মূল্য বাবদ অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা উক্ত আইজিডব্লিউ অপারেটর কর্তৃক ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি একাউন্টের মাধ্যমে বাংলাদেশে আনয়ন কিংবা প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা রয়েছে। এ অর্থ দেশে না এনে তারা মানিলন্ডারিং আইনে অপরাধ করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, কোম্পানির চেয়ারম্যান হিসেবে আসামি মো. তরিকুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আসামি এনায়েত কবির দায়িত্বে থাকা অবস্থায় আইজিডব্লিউ প্রতিষ্ঠান কর্তৃক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ থাকা সত্বেও বিদ্যমান মানিলন্ডারিং আইন লংঘন করে ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা মূল্যের কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার পাচার করা হয়েছে।

ঘটনায় বিটিআরসির উপপরিচালক (অর্থ, হিসাব রাজস্ব) মো. হাসিবুল কবিরের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়ায় তাকেও আসামি করে দুদক।

(ঢাকাটাইমস/২৬মে/এমআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

‘উগ্র’ পাপিয়া কুমিল্লা কারাগারে ‘নরম’, মন দিয়েছেন ধর্মে-কর্মে

সহকর্মী হত্যায় পুলিশ সদস্য কাওছার রিমান্ড শেষে কারাগারে

ছাই-রঙ দিয়ে গবাদিপশু মোটাতাজাকরণ ওষুধ বানাতেন পিতা-পুত্র

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি: দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

এমপি আনার হত্যা মামলার তদন্তে কোনো চাপ নেই: ডিএমপি কমিশনার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, মামলা ১৫

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত বিজ্ঞাপনে প্রতারকদের ফাঁদ

আনার হত্যা: দায় স্বীকার করে গ্যাস বাবুর জবানবন্দি

সড়কে পশুবাহী ট্রাক থামাচ্ছে র‌্যাব, যা বললেন বাহিনীর মুখপাত্র

ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, গ্রেপ্তার ১০

এই বিভাগের সব খবর

শিরোনাম :