দিনাজপুরে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১০:৪৭
অ- অ+

দিনাজপুরে শ্যালিকা মর্জিনা আক্তারকে হত্যার দায়ে দুলাভাই আব্দুল্লাহ শুভকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ শুভ কুমিল্লা সদর উপজেলার শিশপুর এলাকার আবুল বাসারের ছেলে। তবে দিনাজপুরে বসবাস করতেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বিয়ের পর পারিবারিক কলহের কারণে শুভর সঙ্গে তার স্ত্রী ফাতেমা সানিয়ার তালাক হয়ে যায়। তালাকের পরও ২০১৮ সালে ২৯ জানুয়ারি পার্বতীপুর উপজেলায় ফাতেমার বোন মর্জিনা আক্তারের বাসায় যান শুভ। সেখানে ফাতেমাও ছিলেন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে ফাতেমাকে শুভ আঘাত করেন।

এসময় প্রতিহত করতে গেলে মর্জিনাকেও কুপিয়ে গুরুতর আহত করেন শুভ। এ অবস্থায় ফাতেমা ও মর্জিনাকে হাসপাতালে নিলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা শুভকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার এ রায় দেন বিচারক।

নিহত মর্জিনা শুভর সাবেক শ্যালিকা। যেহেতু তার বোনের সাথে ডিভোর্স হয়েছিল।

(ঢাকা টাইমস/২৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা