‘ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই’

খালি গায়ে রং দিয়ে বুকের উপর ‘ত্রান নয়, টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার চাই’ লিখে নিজেদের দাবি তুলে ধরছেন ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। তাদের দাবি জরুরি মুহূর্তে নিরাপদ আশ্রয়স্থলের। অভিনব পদ্ধতিতে এমন প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন বরগুনার উপকূলের বাসিন্দারা।
বৃহস্পতিবার এই দাবিতে মানববন্ধন করেছে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। সকাল ১০টায় বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতরা গ্রামের খাকদোন নদীর পাড়ে শতাধিক স্থানীয় বাসিন্দা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সাগর উপকূলীয় বরগুনাবাসী প্রতিনিয়তই ঝড় জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকি। প্রতিনিয়তই ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো হচ্ছে এ অঞ্চলের জানমালের রক্ষাকবচ। অথচ বেড়িবাঁধগুলো কখনোই টেঁকসইভাবে সংস্কার করা হয় না। ফলে আমরা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি। আমরা কোনো ত্রাণ চাই না। আমরা চাই টেকসই বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ স্থাপিত হলে যত ঝড় বন্যা জলোচ্ছাস যাই-ই হোক না কেন আমরা অন্তত নিরাপদে বাঁচার নিশ্চয়তা পাব।’
মানববন্ধনে বক্তব্য রাখেন ২ নং গৌরচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর আহম্মেদ সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান মো. রাসেল আকন, বরগুনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাগর জোমাদ্দার, আদর্শ গ্রামের সভাপতি জসিম উদ্দিন, ভূমিহীন ছিন্নমুল সমিতির সভাপতি মো. বশির আহম্মেদ ও জাপানি ব্র্যাকের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০মে/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন