সুনামগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ২০:২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উজান থেকে নেমে আসা ঢলের পানি থেকে সাজন মিয়া (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সুরমা নদীর সঙ্গে সংযোগ খাটাখালি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাজন মিয়া ছাতক পৌরসভার মণ্ডলীভোগ এলাকার খুরশিদ আলমের ছেলে।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে সাজন মিয়া গত ২৯ মে থেকে নিখোঁজ রয়েছে। সে আগে থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিল। এলাকাবাসী লাশটি বন্যার পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশ পানি থেকে উদ্ধার করার পর লাশের পরিচয় পাওয়া যায়।

দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন আসে। তারা এসে জানান আগে থেকেই সে মৃগীরোগে আক্রান্ত ছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪জুন/ প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :