লক্ষ্মীপুরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৪, ২০:০৫| আপডেট : ১১ জুন ২০২৪, ২০:০৭
অ- অ+

লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেলে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আসর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছালে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহের মৃত্যু হয়। তার মাথা থেঁতলে যায়। ঘাতক চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

ঘাতক ডাম্প ট্রাক চালক জাফর সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নুরুল আমিনের ছেলে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুর শহর দিয়ে প্রতিনিয়তই ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। তাদের গাড়ি থেকে সড়কে বালু পড়ে জনসাধারণ দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসন এসব বিষয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধারে কাজ চলছে। ঘাতক চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

(ঢাকা টাইমস/১১জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা