ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৪, ১১:১৯| আপডেট : ১২ জুন ২০২৪, ১২:২৮
অ- অ+

তৃতীয়বার মোদি সরকার গঠন হতেই নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করল ভারত। পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন দেশটির সেনাবাহিনীর সহকারী প্রধান (‘ভাইস চিফ অব আর্মি স্টাফ’ বা ভিসিওএএস) লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন সেনাপ্রধান পদ থেকে অবসর নেবেন জেনারেল মনোজ পান্ডে। তারপরই দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

প্রসঙ্গত, গত মে মাসেই সেনাপ্রধান হিসাবে জেনারেল মনোজ পান্ডের মেয়াদ শেষ হয়। কিন্তু লোকসভা নির্বাচন চলার কারণে এক মাসের জন্য তার মেয়াদ বৃদ্ধি করা হয়।

কে এই উপেন্দ্র দ্বিবেদী?

২০২২ সাল থেকে তিনি নর্থান আর্মি কমান্ডারের ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) পদে কর্মরত রয়েছেন।

এর আগে ৩৯ বছরের কর্মজীবনের শুরুতে ১৯৮৪ সালে ১৮ জম্মু-কাশ্মীর রাইফেলসের দায়িত্ব নেন।পরে রাজস্থান সেক্টরের পাশাপাশি আসাম রাইফেলসের সেক্টর কম্যান্ডার ও ইন্সপেক্টর জেনারেল পদেও কর্মরত ছিলেন।

এছাড়াও সেনা হেডকোয়ার্টারে ডেপুটি চিফ হিসাবে যেমন কাজ করেছেন, তেমনই হিমাচল প্রদেশে নবম কর্পসের নেতৃত্বও দিয়েছেন লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী।

একদিকে তিনি যেমন জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তেমনই সীমান্ত নিয়ে চীনের সঙ্গে আলোচনাতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১২জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা