প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন অ্যাডাম জাম্পা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৪, ১১:৩৫
অ- অ+

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন অ্যাডাম জাম্পা। বুধবার (১২ জুন) নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। নামিবিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়ে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিল অজিরা। অস্ট্রেলিয়ার সহজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্পিনার অ্যাডাম জাম্পা।

নামিবিয়ার বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন জাম্পা। তার এমন পারফর্মেন্সের কারণে ম্যাচসেরার পুরষ্কারও উঠেছে তার হাতে। তার পাশাপাশি প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন জাম্পা। তার সেরা বোলিং ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে ২১ রানে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।

২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন জাম্পা। ৮৩ ম্যাচ খেলা জাম্পা দুইবার চার উইকেট এবং একবার ৫ উইকেট পেয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসেবে সকল অজি বোলারদের চেয়ে এগিয়ে জাম্পা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ ম্যাচে ৩১ উইকেট পেয়ে শীর্ষে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট মিচেল স্টার্কের (২৯)।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে একশ উইকেট নেয়া ১৫তম বোলার জ্যাম্পা। ১২৩ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের টিম সাউদি। আর কোনো বোলার এখন পর্যন্ত দেড়শ উইকেট নিতে পারেননি।

(ঢাকাটাইমস/১২ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা