ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি

গাজীপুরে মো. মাহমুদুল হাসান শাহীন নামে এক ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল হওয়ার পর তাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বৃহস্পতিবার বিকালে মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের দুইটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ছবিতে দেখা যায় ওই ছাত্রলীগ নেতা অপর সঙ্গীকে ইয়াবা সেবন করাতে ফয়েল পেপারের নিচে লাইটারের সাহায্যে আগুন দিচ্ছেন। অপর ছবিতে দেখা যায় তার সঙ্গী ইয়াবা সেবন করছেন। সামজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে অভিযুক্ত শাহীন হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছবিটি অনেক আগের। এ বিষয়ে দেখা করে বিস্তারিত বলবো।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোশতাক আহমেদ কাজল জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির অপকর্মের দায় সংগঠন নিবে না।
(ঢাকাটাইমস/১৩জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন