সোনারগাঁয়ে রাব্বী হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ২১:৫২
অ- অ+

সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার এজহারভুক্ত দুই আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃরা হলো এজহারের বাড়ীচিনিস এলাকার নাসিরের ছেলে শুভ (২২), একই এলাকার মিন্টু (৪০)।

এ ঘটনায় আটককৃত শুভ (২২) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

গত ৯ জুন রবিবার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে রাব্বী (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের এক মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। এ ঘটনায় নিহত ফজলে রাব্বীর মা সাহানারা বেগম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত আছে। শুক্রবার (১৪জুন) আসামি মিন্টুকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামি শুভকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাফিয়া শারমিন এর আদালতে হাজির করা হলে রাব্বী হত্যার দায় স্বীকার করে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।’

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫ 
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
স্বামীসহ দীপু মনির বিরুদ্ধে দুদকের ২ মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা