নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ চৌধুরী মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাজী মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পর সে বাড়ির পাশের জমিতে নিজের মহিষ দেখতে যায়। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ করে বজ্রপাতে জমিতেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ঢাকা টাইমস/১৯জুন/এসএ)

মন্তব্য করুন