আগের চেয়ে সুস্থ নোয়াম চমস্কি, ছাড়া পেলেন হাসপাতাল থেকে

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রখ্যাত আমেরিকান বুদ্ধিজীবী, ভাষাবিদ ও অধিকারকর্মী নোয়াম চমস্কি। এখন থেকে বাড়িতে তার চিকিৎসা চলবে।
বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১৯ জুন) ব্রাজিলের সাও পাওলোর পর্তুগুয়েসা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নোয়াম চমস্কি।
এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, চমস্কিকে ছেড়ে দেওয়া হয়েছে। তার চিকিৎসা বাড়িতেই চলবে।
২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন চমস্কি। পরে চিকিৎসার জন্য তাকে ব্রাজিলে নেওয়া হয়। চমস্কির স্ত্রী ভ্যালেরিয়ার জন্মভূমি ব্রাজিলে।
গেল এক বছর সাও পাওলোর হাসপাতালে ভর্তি থাকা ৯৫ বছর বয়সী নোয়াম চমস্কির মৃত্যুর গুজবও ছড়িয়েছিল। কিন্তু সেটি উড়িয়ে দেন ভ্যালেরিয়া চমস্কি। বার্তা সংস্থা এএফপিকে এক ই-মেইলে তিনি জানান, চমস্কি ভালো আছেন। তার মৃত্যুর ব্যাপারে যে খবর ছড়িয়েছে সেসব ঠিক নয়।
জানা গেছে, চমস্কি স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার শরীরের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়। একজন নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট ও ফুসফুস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন।
চমস্কি আধুনিক ভাষাবিজ্ঞানের জনক হিসাবে বিবেচিত। মধ্যপ্রাচ্যের দ্বন্দ্ব এবং ভূ-রাজনৈতিক বিষয়ে শতাধিক বই লিখেছেন তিনি।
ঢাকাটাইমস/১৯জুন/ইএস

মন্তব্য করুন