সুইস ব্যাংকে কমছে বাংলাদেশিদের আমানত, কী কারণ?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ০৯:৩৪
অ- অ+

সুইজারল্যান্ডের ব্যাংকে এ বছরও কমেছে বাংলাদেশিদের আমানত। দেশটিতে এক বছরের ব্যবধানে ৩ কোটি ৫৭ লাখ ফ্রাঁ আমানত কমেছে বাংলাদেশিদের। ২০২২ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছিল ৫ কোটি ৫২ লাখ সুইস ফ্রাঁ, ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ ফ্রাঁ।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, দিনদিন কমছে সুইস ব্যাংকের গোপনীয়তা। এজন্য ধনীরা এখন ঝুঁকছেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড অথবা বারমুডার মতো দেশগুলোর দিকে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় এযা ২৩৪ কোটি টাকা। গত বছর আমানত ছিল ৫ কোটি ৫৩ লাখ ফ্রাঁ।

এই হিসাবে ২০২৩ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের অর্থ প্রায় ৬৮ শতাংশ কমেছে। আগের বছর এ হার ছিল ৯৪ শতাংশ।

বহুবছর ধরে কঠোরভাবে গোপনীয়তাপ রক্ষা করে সারা বিশ্বের ধনীদের অর্থ জমা রেখে আসছিল সুইজারল্যান্ড। এক বছর ধরে টাকার হিসাব প্রকাশ করছে ন্যাশনাল সুইস ব্যাংক। প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সাল পর্যন্ত সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত ছিল সবচেয়ে বেশি, দুই বছরের ব্যবধানে যা সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ২০২০ সালে ৫৬ কোটি ২৯ লাখ সুইস ফ্রাঁ, ২০১৯ সালে ৬০ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ, ২০১৮ সালে ৬১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বগুড়ায় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
মেঘনা ব্যাংকের অফিসারদের ট্রেইনিং কোর্সের উদ্বোধন
সরকারের ভেতর থেকে নির্বাচন চায় না, মনে করেন রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা