পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখার ঘটনায় ৩ আনসার সদস্য প্রত্যাহার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৪, ২২:১৪| আপডেট : ২১ জুন ২০২৪, ২৩:৫৮
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করেছে জেলা আনসার ভিডিপি।

শুক্রবার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান।

প্রত্যাহার হওয়া আনসার সদস্যরা হলেন, মো. আনোয়ারুল ইসলাম, মো. খাইরুল ইসলাম রুপক সরকার।

এর আগে বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আনসার ব্যারাকে বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেনকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখে আনসার সদস্যরা।

জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ লাইন টেকনিশিয়ানকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দোষী প্রমাণিত হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২১জুন/পিএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 
লন্ডনে অনুষ্ঠিত বৈঠক ইতিবাচক: জোনায়েদ সাকি 
৫৪ বছর যারা দেশ চালাতে পারেনি, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে: আতাউর 
২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা