কুড়িগ্রামে ২ মণ গাঁজাসহ প্রাইভেটকার আটক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে প্রায় দুই মণ গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদককারবারিকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। নাগেশ্বরী পৌরসভার কলেজ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে একটি প্রাইভেটকারে থাকা মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নাগেশ্বরী থানা পুলিশ প্রাইভেটকারটি আটক করে। এসময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ৭৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/২২জুন/পিএস)

মন্তব্য করুন