খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো হচ্ছে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানোর প্রস্তুতি শুরু করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাকে ইতোমধ্যে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে।
রবিবার বিকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব কিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। পেসমেকার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় গেল শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
(ঢাকাটাইমস/২৩জুন/জেবি/ইএস)

মন্তব্য করুন