সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ১০:৪৯
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।

সোমবার সন্ধ্যায় সোনারগাঁয়ের স্থানীয় একটি রিসোর্টে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন উপজেলা চেয়ারম্যান।

মতবিনিময় সভায় মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের মতামত চান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় সাংবাদিকরা নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ বিষয়ে সমাধান দেওয়ার আশ্বাস দেন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সোনারগাঁয়ের জনগণ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে তাদের মূল্যবান ভোটে তাকে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাহফুজুর রহমান কালাম মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়ে তোলা এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়া সোনারগাঁয়ের পর্যটনের উন্নয়নে কাজ করার জন্য প্রতিশ্রুতি দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, যুব সংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপনসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৫জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা