স্ত্রীসহ দুদকের জালে আটকালেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাবেক কর্মকর্তা

এবার দুদকের জালে আটকে গেলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের (চট্টগ্রাম) সাবেক সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল হাশেম ও তার স্ত্রী তাহেরিনা বেগম। আবুল হাশেম চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুরের গশ্চি এলাকার মৃত আলহাজ মো. গুরা মিয়ার ছেলে।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে কমিশনের উপপরিচালক (অনু. ও তদন্ত-৫) মো. মীজানুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, এই পুলিশ দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, পুলিশের সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পরিচালক মো. আবুল হাশেম এবং তার স্ত্রী তাহেরিনা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক দুটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের হটলাইনে আসা অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের শুরুতে পুলিশের এই দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এরপর ২০২২ সালের ১৬ অক্টোবর আবুল হাসেম অবসর নেন।
এই দম্পতির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় দুদক মামলার সিদ্ধান্ত নেয়।
এর আগে ২০১৮ সালের ৫ নভেম্বর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পরিচালক, পুলিশের এএসপি মো. আবুল হাশেম এবং তার স্ত্রী তাহেরিনা বেগমকে সম্পদের বিবরণ দাখিলের জন্য নোটিশ দেয় দুদক।
দুদকের অনুসন্ধানে মো. আবুল হাশেমের ৪৮ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকার এবং তার স্ত্রী তাহেরিনা বেগমের ১৯ লাখ ৫১ হাজার ৫৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পায় দুদক।
জানা গেছে, পুলিশের এই সাবেক কর্মকর্তার মোট ১ কোটি ২ লাখ ৩৭ হাজার ৪৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে।
আয়কর নথি অনুযায়ী, আবুল হাশেমের ২০১০-১১ থেকে ২০১৭-২০১৮ করবর্ষ পর্যন্ত বৈধ ও গ্রহণযাগ্য আয় ৬৭ লাখ ৬৫ হাজার ১৭৩ টাকা। এর মধ্যে কর পরিশোধসহ পারিবারিক ব্যয় দেখানো হয়েছে ১৩ লাখ ৭৫ হাজার টাকা। তার ব্যয় বাদ দিলে নিট আয়ের পরিমাণ ৫৩ লাখ ৯০ হাজার ১৭৩ টাকা অর্থাৎ মো. আবুল হাশেমের ৪৮ লাখ ৪৭ হাজার ২৫৮ টাকার বৈধ উৎস বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন।
আবুল হাশেমের স্ত্রী তাহেরিনা বেগমের নামে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে। ২০০৫-২০০৬ করবর্ষ থেকে ২০১৭-২০১৮ করবর্ষ পর্যন্ত আয়কর নথি থেকে নিট আয় পাওয়া যায় ৮১ লাখ ৫৫ হাজার ২৫২ টাকা। তাহেরিনার ১৯ লাখ ৫১ হাজার ৫৪৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।
(ঢাকাটাইমস/২৫জুন/এইচএম/এফএ)

মন্তব্য করুন