বেনজীর ইস্যু: দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্টের সাত কর্মকর্তা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সংস্থাটির প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে সকাল সাড়ে ১১টায় দুদক কার্যালয়ে উপস্থিত হন পাসপোর্ট অধিদপ্তরের চারজন পরিচালক, একজন উপপরিচালক ও দুজন উপসহকারী পরিচালক।
এরপর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিরতিহীনভাবে দুদকের উপপরিচালক ও তার টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
সর্বশেষ বেলা তিনটা পর্যন্ত পাসপোর্টের চার কর্মকর্তার জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক।
এখনও আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে বলে দুদকের বিশ্বস্ত সূত্র ঢাকা টাইমসকে নিশ্চিত করেছে।
(ঢাকাটাইমস/২৫জুন/এমএইচ/ইএস)

মন্তব্য করুন