গৃহায়ন ও মৎস্য উন্নয়নে নতুন চেয়ারম্যান, দুই অতিরিক্ত সচিবকে বদলি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া অতিরিক্ত সচিব পদমর্যাদার আরও দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন খান মো. নূরুল আমীন। এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন খান মো. নূরুল আমীন। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক করা হয়েছে মো. রুপম আনোয়ারকে এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. রফিকুল ইসলাম।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকাটাইমস/২৫জুন/এসএস/ইএস

মন্তব্য করুন