ফরিদপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন– কবির হোসেন (৪৩), সাইদুল ইসলাম (৪১), হৃদয় (৩৫), শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম (২৭), ফরহাদ হোসেন (৩২) ও আতিয়ার শেখ (৩৮)।
জানা যায়, গত ১৪ জুন রাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গোঁসাই ভাবুকদিয়া গ্রামের মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮-১০ জনের ডাকাতদল বসতবাড়ির ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ মালামাল লুট করে পালিয়ে যায়।
এর আগে গত ১০ জুন রাতে সদর উপজেলার পরমানন্দপুর গ্রামে আক্তার মোল্যার বাড়িতে ৮-১০ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
দুটি ডাকাতির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ ডাকাতদের আটকে অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পুলিশের একাধিক টিম মাঠে নামে। নারায়ণগঞ্জ থেকে তিনজন, শরীয়তপুর থেকে দুজন ও ফরিদপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ছোরা, লোহার রড, হাতুড়ি, সেলাই রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি জানান, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নারায়ণগঞ্জের কবির হোসেনসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা পিকআপে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে এসে ডাকাতি করে আবার নারায়ণগঞ্জে চলে যেত। দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও মহাসড়কে ডাকাতি করে আসছে। তারা ডাকাতিতে আসা-যাওয়ার সময় পিকআপে এমনভাবে অবস্থান করে রাতে চেকপোস্টে আটকালে তারা নিজেদের মালামাল নামানো-ওঠানোর শ্রমিক হিসেবে পরিচয় দেয়।
মোর্শেদ আলম আরও জানান, দেশের বিভিন্ন থানায় কবির হোসেনের নামে ৭টি, সাইদুল ইসলামের নামে ৯টি এবং হৃদয়ের নামে ৫টি ডাকাতি ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।
(ঢাকা টাইমস/২৬জুন/এসএ)