অর্থ আত্মসাৎ: সাবেক দুই সিবিএ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সাড়ে ৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের (সিবিএ) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সংস্থাটির উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহস্ত বাদী হয়ে এই মামলা করেন।
মামলার এজাহারে দুদক উল্লেখ করে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংক পিএলসি, কর্মচারী সংসদ (সিবিএ) সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দকৃত জিপ গাড়ি নং-ঘ-১৩-৭২৫২ এবং জিপ গাড়ি নং-ঘ-১৩-৭২৫৩ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এসময় তিনি জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৫ লাখ ৫৭ হাজার ৪৬৩ টাকা আত্মসাৎ করেন।
জিপ গাড়ি দুটি কোনো নির্দিষ্ট কর্মকর্তার নামে বরাদ্দ ছিলো না; পরিবহন পুলের অধীনে জরুরি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল।
নজরুল ইসলাম রাজবাড়ী সদরের আফড়া এলাকার মো. ওয়াজিউল্লাহর ছেলে।
অপরদিকে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন একই ধরনের অপরাধ করেন। তার বিরুদ্ধেও মামলা দায়ের করেন দুদকের ওই কর্মকর্তা।
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ দণ্ডবিধির ৪০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়। মামলা নম্বর ১৫।
মামলার এজাহারে বলা হয়, জয়নাল আবেদিন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দকৃত জিপ গাড়ি নং-ঘ-১৩- ৭২৫২ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এসময় তিনি জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৬ লাখ ৭৮ হাজার ৬০৬ টাকা ক্ষতিসাধন করেছেন, যা আত্মসাতের নামান্তর।
(ঢাকাটাইমস/২৬জুন/এইচএম/ইএস)

মন্তব্য করুন