আরও এক বছর সড়ক বিভাগের সচিব থাকছেন আমিন উল্লাহ নুরী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক আরও একবছর দায়িত্ব পালন করবেন এ. বি. এম. আমিন উল্লাহ নুরী। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
২০২২ সালের জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছিল গত বছরের ডিসেম্বর। তখন তাকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ দেয় সরকার। এখন তা আরও এক বছর বাড়ানো হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরীকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ২২ জুলাই থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এ বি এম আমিন উল্লাহ নুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। চাকরিজীবনে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/২৬জুন/এসএস/ইএস)

মন্তব্য করুন