মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী রবিবার (২৩ জুন) অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ সাফওয়ান চৌধুরী দেশের একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। মোহাম্মদ সাফওয়ান চৌধুরী বর্তমানে এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড, ফুলবাড়ি টি এস্টেট্স লিমিটেড, এম আহমেদ কোল্ড স্টোরেজ লিমিটেড, প্রিমিয়ার ডাইং এন্ড ক্যালেন্ডারিং লিমিটেড এবং এম আহমেদ ফুড এন্ড স্পাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
জনাব চৌধুরী সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিয়োজিত এনজিও ‘এফআইভিডিবি’ এর বর্তমান প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/২৬জুন/এসএ)

মন্তব্য করুন