এপিএ চুক্তি বাস্তবায়নে আবারও সোনালী ব্যাংকের প্রথম স্থান অর্জন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জুন ২০২৪, ২০:৩৮
অ- অ+

২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সোনালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আবারও প্রথম স্থান অর্জন করেছে। নির্ধারিত ১০০ নম্বরের মধ্যে সোনালী ব্যাংক অতি উত্তম ক্যাটাগরিতে ৯৮.৪৫ নম্বর পেয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভাকক্ষে সোনালী ব্যাংক পিএলসির সাথে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, এফসিএমএ এর সঙ্গে সোনালী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আফজাল করিম এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরেও এপিএ বাস্তবায়নে সোনালী ব্যাংক অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সকল রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল।

(ঢাকাটাইমস/২৭জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা