এপিএ বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক প্রথম পুরস্কারে ভূষিত

২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে প্রথম পুরস্কারে ভূষিত হলো কর্মসংস্থান ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ জুন) তারিখে অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন।
এপিএ বাস্তবায়নে কর্মসংস্থান ব্যাংক রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে ২০২২-২০২৩ অর্থবছরে ৯৯.১৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরেও রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকসমূহের মধ্যে কর্মসংস্থান ব্যাংক প্রথম হয়েছিল।
(ঢাকাটাইমস/২৭জুন/পিএস)

মন্তব্য করুন