সখীপুরে ‘পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায়’ তরুণীর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে পছন্দের ছেলের সঙ্গে বিয়ে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শারমিন নামে এক তরুণী। শনিবার বিকালে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন উপজেলার মৌশা গ্রামের ফল ব্যবসায়ী শাহিনের মেয়ে। সে ছোট মৌশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার সুবাদে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় শারমিন। তবে বাবা-মা তার বিয়ে ঠিক করেন অন্য জায়গায়। আংটি পরানোও হয়ে গেছে। এ নিয়ে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় শারমিনের। তারই জেরে শনিবার বিকাল পাঁচটায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে ফাঁস দেয়।
ঘটনাটা পরিবারের সদস্যরা টের পেয়ে দরজা ভেঙে শারমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে উড়ে গেছে প্রাণ পাখি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. প্রমিতা বলেন, ‘মেয়েটির গলায় আঘাতের চিহ্ন পাওয়ায় প্রাথমিকভাবে অপমৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ প্রথমে থানায় আনা হয়। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/৩০জুন/এজে)

মন্তব্য করুন