শ্রীপুরে গৃহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৩:৩৪| আপডেট : ৩০ জুন ২০২৪, ১৩:৪৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ১৪ বছরের এক গৃহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ফরহাদ উজ্জামান (৩৭) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ওই চিকিৎসকের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত চিকিৎসক শ্রীপুর পৌর বাজার এলাকার অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে।

অভিযোগে জানা যায়, দেড় মাস আগে মেয়ের পরিবার তাকে শ্রীপুর পৌর শহরের মাছ বাজার এলাকায় অ্যাডভোকেট আবুল হাসেমের বাড়িতে গৃহকর্মীর কাজে পাঠায়। সেখানে কাজ করার সময় থেকে আবুল হাসেমের ছেলে ডা. ফরহাদ উজ্জামান ওই কাজের মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে এবং সেই চিত্র মোবাইলে ধারণ করেন। পরবর্তী সময়ে মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে ভুক্তভোগী মেয়ের স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও দেখতে পান।

পরে ওই পরিবার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পাওয়ার পর থানায় মামলা রুজু হয়। পরে ডা. ফরহাদকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/৩০জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা