পরিচালককে ববির থাপ্পড় মারার ঘটনায় উত্তাল ঢালিউড

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ১৭:২৩
অ- অ+

রাশিদ পলাশ নামে একটি পরিচালককে ভরা বৈঠকে থাপ্পড় মেরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। যা নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে উত্তাল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বা ঢালিউড। চলছে আলোচনা-সমালোচনা। অবাক অনেকে। একজন শিল্পী কীভাবে পরিচালকের গায়ে হাত তোলেন! এই প্রশ্ন সবার।

প্রবীণ চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু তো বলছেন, এই ঘটনার পর চিত্রনায়িকা ববিকে নিয়ে কোনো পরিচালক সিনেমা বানাবেন না। তার মন্তব্য, ‘চলচ্চিত্রের মা-বাপ হচ্ছে পরিচালক। সেই পরিচালককে যে শিল্পী সম্মান দিতে জানে না, তাকে নিয়ে তো আমিও সিনেমা বানাবো না।’

আশি ও নব্বইয়ের দশকের নায়িকা শাবানা ও ববিতাদের উদাহরণ টেনে ঝন্টু বলেন, ‘শাবানা-ববিতা এত বড় হওয়ার কারণ, ওরা কখনো পরিচালকের বাইরে কথা বলেনি। পরিচালক যেটা বলেছে সেটাই শুনেছে। শাবানাকে নিয়ে আমি ৩০টির মতো সিনেমা করেছি। আমার জানামতে, সে টিমের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি। ববিতাও তাই।’

সাপের সিনেমা বানিয়ে খ্যাতি অর্জন করা এই প্রবীণ নির্মাতা আরও বলেন, ‘এখনো অনেক শিল্পী আছে, যারা প্রযোজক-পরিচালক ও সহশিল্পীদের সঙ্গে ভালো ব্যবহার করে। যারা খারাপ ব্যবহার করে, তারা চলচ্চিত্র জগতে বেশিদিন টিকতে পারে না।’

এই কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমা। যেটি পরিচালনা করেছেন মারধরের শিকার পরিচালক রাশিদ পলাশ। ববি সেই সিনেমারই নায়িকা? তাহলে নিজের সিনেমার পরিচালককে কেন থাপ্পড় মারলেন তিনি?

জানা গেছে, গত ১৮ জুন রাতে রাজধানীর নিকেতনের একটি বাসায় ‘ময়ূরাক্ষী’ সিনেমাটির নানা বিষয় নিয়ে বৈঠকে বসেন পরিচালক রাশিদ পলাশ ও চিত্রনায়িকা ববিসহ সংশ্লিষ্ট আরও কয়েকজন। সেখানেই কথা কাটাকাটির এক পর্যায়ে নির্মাতা রাশিদ পলাশকে থাপ্পড় মেরে বসেন ববি।

এই নায়িকার অভিযোগ, সিনেমার প্রযোজক শিল্পীদের পারিশ্রমিক হিসাব করে পরিচালক রাশিদ পলাশের কাছে দিলেও তিনি তা যথাযথ পরিশোধ করেননি। এছাড়া সিনেমায় ববির চরিত্রের যে ব্যাপ্তি থাকার কথা ছিল, তাও নাকি রাখেননি পরিচালক। যার কারণে সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়নি।

এই দুই ঘটনা নিয়ে ক্ষিপ্ত হয়েই নাকি নিজের সিনেমার পরিচালকের গায়ে হাত তোলেন ববি। যদিও পরিচালক রাশিদ পলাশ দাবি করেছেন, সিনেমায় যার যে পারিশ্রমিক, সবই তিনি পরিশোধ করেছেন। কারও পারিশ্রমিকই বাকি রাখেননি। ফলে ঘটনাটি নিয়ে দুভাগে বিভক্ত ঢালিউড।

তবে পরিচালক-প্রযোজকদের কেউই ববির এহেন আচরণকে সমর্থন করছেন না। তাদের বক্তব্য, যদি কারও পারিশ্রমিক বাকি থাকেও, সেটা প্রযোজকের সঙ্গে কথা বলে মীমাংসা করা যেত। তাই বলে একজন পরিচালককে থাপ্পড় মারা অনুচিত। এ ঘটনা একটা খারাপ উদাহরণ সৃষ্টি করবে বলে মত তাদের।

যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্পী ববির কাজকে সমর্থন করছেন। তাদের অভিযোগ, রাশিদ পলাশের মতো অনেক পরিচালকই প্রযোজকের কাছ থেকে শিল্পীদের পারিশ্রমিক এনেও তা পরিশোধ করেন না। মাসের পর মাস ঘুরান। সিনেমা ফ্লপ হলে তো ওই টাকা আর পাওয়াই যায় না।

কিন্তু এ ঘটনার শেষ কোথায়? কতদূর গড়াবে জল? তা অবশ্য স্পষ্ট নয়। কারণ, ঢালিউডজুড়ে আলোচনা-সমালোচনা চললেও ববির হাতে থাপ্পড় খাওয়ার পরও এখনো কোনো পদক্ষেপ নেননি নির্মাতা রাশিদ পলাশ। অভিযোগ দেননি পরিচালক বা শিল্পীদের সমিতিতে। হয়তো তিনি মীমাংসার পক্ষে।

(ঢাকাটাইমস/৩০জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো রাজনৈতিক ষড়যন্ত্র: আমিনুল হক
প্রকাশ্যে মাথা থ্যাঁতলে হত্যা: ‘ফাইসা গেছি’, বললেন রবিন
অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি: ১৯ সংগঠন
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা