পঞ্চগড়ে ভারী বর্ষণে ভেসে গেছে সড়কের একাংশ, জনদুর্ভোগ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৪, ১২:৪০
অ- অ+

পঞ্চগড়ে ভারী বর্ষণের ফলে রিং কালভার্টের পাশে সড়কের কিছু অংশ পানিতে ভেসে গেছে। এতে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ হওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রবিবার ভোরে উপজেলা সদরের বলেয়াপাড়া-দেওয়ানহাট পাকা সড়কের বলেয়াপড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বলেয়াপাড়া এলাকার এই সড়ক দিয়ে উপজেলা সদরের দেওয়ানহাট-জগদল যাতায়াত করেন স্থানীয়রা। সড়কটিতে নানা ধরণের যানবাহন চলাচল করে। রবিবার রাতে অতিবৃষ্টিতে বলেয়াপাড়া এলাকার একটি কালভার্টের পাশের মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে ভেসে যায়। এতে সড়ক দিয়ে সবরকম যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন বলেয়াপাড়া, গোফাপাড়া, পূর্বজালাসী, ডুডুমারি, মাহানপাড়া এলাকার হাজারো মানুষ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, ‘স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) যে এলাকা দিয়ে পানি চাপ বেশি, সেখানে রিং কালভার্টের পরিবর্তে বক্স কালভার্ট না করে দূরে একটি বক্স কালভার্ট নির্মাণ করে। সেই কালভার্ট কোনো কাজে আসে না।’

এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী বলেন, ‘সেখানে রিং কালভার্ট থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে পানির চাপে সড়কটি ভেঙে গেছে। আগামী অর্থবছরে সেখানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। আপাতত বর্ষা মৌসুমে সেখানে কাঠ বা বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্ট চলছে।

(ঢাকাটাইমস/০১জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা