যমুনার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৭:৩৬ | প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১৭:১৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে গত কয়েক দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীসহ নদ- নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ১২ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একইসঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে কিছু এলাকায়।

যমুনায় পানি বৃদ্ধির ফলে জেলার সকল নদ-নদীর পানিও বাড়ছে। এতে প্রতিদিনই চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। একইসঙ্গে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে কৃষকের শাক-সবজি, বীজতলা ও রোপা আমন ধানসহ বিভিন্ন ফসল।

বৃহস্পতিবার (৪ জুলাই) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, পানি বাড়লেও এই মুহূর্তে ভারী বন্যার আশঙ্কা নেই। কয়েকদিন বাড়ার পরে আবার কমতে থাকবে।

তিনি জানান, আজ সকাল ৬টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯১ মিটার। গত ১২ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমার ১২ দশমিক ৯০ মিটার)। অপরদিকে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬০ মিটার। ১২ ঘণ্টায় ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

তিনি আরো বলেন, পানি আগামী ৮ তারিখ পর্যন্ত বাড়বে, তারপর কমার সম্ভাবনা রয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কিছু এলাকায় ভাঙন রোধে জিও টিউব ফেলা শুরু হয়েছে।

(ঢাকা টাইমস/০৪জুলাই/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

শেরপুরে একযোগে পাঁচ থানার ওসি বদলি

ভৈরবে স্বামীকে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড

রংপুরের আ.লীগ নেতা তুষার কান্তি ৭ দিনের রিমান্ডে 

মাদক, অশ্লীলতা ও বখাটের অভয়ারণ্য আলফাডাঙ্গার স্বপ্ননগর

৪০০ বছরের পুরনো নিদর্শন আত্রাইয়ের তিন গম্বুজ মসজিদ ও মঠ

গাইবান্ধায় ৭ বছর বয়সি মেয়েকে হত্যার অভিযোগে সৎ মা আটক

থানায় নির্যাতনের অভিযোগে ১৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নেতার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

মাদারীপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বগুড়ায় নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :